জাবি প্রতিনিধি

  ১০ আগস্ট, ২০১৭

‘মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেছেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে।’ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের শিক্ষা প্রতিষ্ঠান আনন্দশালা’র শিক্ষার্থীদের সপ্তাহে দুইদিন ক্যাম্পাসে পরিভ্রমণের নিমিত্ত বাস সার্ভিস উদ্বোধনকালে উপাচার্য এ কথা বলেন।

তিনি বলেন, এই শিশু-কিশোরদের জীবনমান উন্নয়ন ও স্বাভাবিক আচরণ অর্জনে সহায়তা করা আমাদেরই দায়িত্ব। উপাচার্য আরো বলেন, এদের জন্য বাক-থেরাপি ও সপ্তাহে দুইদিন ক্যাম্পাসে পরিভ্রমণের ব্যবস্থা করা খুব বড় ধরণের কোনো সহযোগিতা নয়। এসবের মাধ্যমে আমরা ওদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছি মাত্র। আনন্দশালা বিদ্যাপিঠ পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন আমরা তা দিতে পারিনা। এজন্য আমি বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের জীবনমান উন্নয়নে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।

এসময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক ও আনন্দশালা’র অবৈতনিক পরিচালক অধ্যাপক মো. হানিফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,মানুষের কল্যাণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist