রাবি প্রতিনিধি

  ২৪ জুলাই, ২০১৭

৪ দফা দাবিতে

রাবি উপাচার্যকে স্মারকলিপি শিক্ষার্থীদের

বাসের ট্রিপ সংখ্যা বাড়ানো, ডাইনিংয়ে খাবারের মান বৃদ্ধিসহ চার দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের পক্ষে উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা এ স্মারকলিপি গ্রহণ করেন। শিক্ষার্থীদের দাবিগুলো হলো- বাসের ট্রিপ সংখ্যা বাড়ানো, ডাইনিংয়ে খাবারের মান বৃদ্ধি, সপ্তাহে সাতদিন গ্রন্থাগার খোলা রাখা এবং ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বৃদ্ধি করা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, শিক্ষার্থীদের কথা চিন্তা না করে অযৌক্তিকভাবে বাসের ট্রিপ কমিয়ে আনা হয়েছে। ফলে যারা দূর থেকে যাতায়াত করে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছে। পূর্বের সময়সূচিতে যেখানে লাইব্রেরি সাতদিনই খোলা থাকতো সেখানে এখন সপ্তাহে দুইদিন বন্ধ রাখা হচ্ছে। এতে করে আমাদের পড়ালেখায়ও খুব সমস্যা হচ্ছে। এছাড়াও ডাইনিংয়ে খাবারের মূল্য বৃদ্ধির পরেও তুলনামূলক মান বাড়ানো হয়নি।

শিক্ষার্থীরা আরও বলেন, এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা প্রতিনিয়তই বহিরাগতদের দ্বারা লাঞ্ছিত হচ্ছে। সন্ধ্যার পরেই ক্যাম্পাসে হাঁটা-চলা করতে গেলে প্রায়ই বহিরাগতদের দ্বারা ছিনতাইয়ের শিকার হতে হচ্ছে।

স্মারকলিপি গ্রহণ করে অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা বলেন, ‘শিক্ষার্থীরা তাদের দাবির ব্যাপারে আমাদের লিখিতভাবে জানিয়েছে। তাদের দাবি একেবারেই অযৌক্তিক নয়। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। সবকিছু বিবেচনা করে যত দ্রুত সম্ভব আমরা এ ব্যাপারে ব্যবস্থা নেবো।’

স্মারকলিপি গ্রহণকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুজিবুল হক আজাদ খান এবং ছাত্র উপদেষ্টা মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও সাধারণ শিক্ষার্থীদের পক্ষে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আব্দুল মজিদ অন্তর, ইনস্টিটিউট অব এডুকেশন রিসার্স বিভাগের মো. মোস্তাফিজুর রহমান, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহমুদুল মিঠু প্রমুখ।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্মারকলিপি,রাবি উপাচার্য
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist