reporterঅনলাইন ডেস্ক
  ২০ জুলাই, ২০১৭

অতপর ৭ কলেজের পরীক্ষার সূচি প্রকাশ

ছাত্র আন্দোলনের মুখে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়'র (ঢাবি) অধিভুক্ত ৭টি কলেজের পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। এর আগে আজ বৃহস্পতিবার সকালে পরীক্ষার সূচি প্রকাশসহ ৭ দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নেন ঢাবির অধিভুক্ত ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থীরা। পরে পুলিশ তাদের লাঠিপেটা করে কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এসময় কয়েকজন শিক্ষার্থী আহত ও আটক হন বলে দাবি করেন শিক্ষার্থীরা। প্রসঙ্গত এবার এই ৭টি কলেজে আলাদা ভর্তি পরীক্ষা হবে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।

ওই আন্দোলনের ফলেই মূলত: অবশেষে লিখিত আকারে পরীক্ষার সূচি প্রকাশ করেছে ঢাবি। কলেজগুলোর বিভিন্ন বর্ষের পরীক্ষার তারিখ চূড়ান্ত করে নোটিস আকারে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি আই কে সেলিম উল্লাহ খন্দকার গণমাধ্যমকে নোটিস আকারে পরীক্ষার সূচি প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৮ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে অধিভুক্ত ৭ কলেজের অধ্যক্ষের সভায় পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। পরীক্ষা শুরুর তারিখ জানিয়ে কলেজ কর্তৃপক্ষ বৃহস্পতিবার নোটিসও দিতে শুরু করেছে।

সেলিম উল্লাহ জানান, ৭টি কলেজের পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নেয়া হবে। মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা ১০ সেপ্টেম্বর, অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা ১৬ অক্টোবর এবং ডিগ্রি প্রথম ও তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ৪ নভেম্বর শুরু হবে। এছাড়া ডিগ্রি প্রথম বর্ষ, মাস্টার্স প্রথম ও শেষ পর্বের প্রাইভেট (রেজি) পরীক্ষা ২৫ জুলাই থেকে ২৯ আগস্টের মধ্যে হতে পারে বলে ওই সভায় সিদ্ধান্ত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাঙলা কলেজকে গত ১৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। সেলিম উল্লাহ জানান, অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীদের অনার্সের খাতা দুইজন পরীক্ষক মূল্যায়ন করবেন বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
৭ কলেজ,পরীক্ষার সূচি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist