reporterঅনলাইন ডেস্ক
  ১৪ জুন, ২০১৭

উন্নত দেশ গড়তে নির্ভেজাল শিক্ষাবাজেট জরুরি

প্রতিবার তথ্যপ্রযুক্তিসহ বেশ কয়েকটি খাতকে সংযুক্ত করে শিক্ষাখাতের বাজেট ঘোষণা করা হয়। এতে অনেক সময়ই শিক্ষাবাজেট অস্পষ্ট থেকে যায়। এই ধারা থেকে বেরিয়ে এসে শিক্ষার যথাযথ মানোন্নয়ন করতে হলে নির্ভেজাল শিক্ষাবাজেট প্রণয়ন করতে হবে। বুধবার (১৪জুন) গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ সেমিনার হলে বাজেট পরবর্তী আলোচনা সভায় উপস্থিত বক্তারা এসব কথা বলেন।

ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে সেন্টার ফর ডায়ালগ পলিসিসির (সিপিডি) ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বাজেটের বিভিন্ন দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান, অধ্যাপক এম এম খান, রেজিস্ট্রার লে. জেনা. মো. মইনুল ইসলাম (অব.), সহযোগী অধ্যাপক শাহ মো. শফিউল হক প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশে বাজেট বাস্তবায়ন একটা বড় সমস্যা। প্রতিবছরই বাজেট বাস্তবায়নের মাত্রা কমছে। এ অবস্থা উত্তরণে সুশাসনের পাশাপাশি প্রশাসনিক দক্ষতা নিশ্চিত করতে হবে। শিক্ষাখাতে বরাদ্দকৃত বাজেটের পরিমাণ আরো বাড়ানো উচিত বলেও মত দেন তারা। অনুষ্ঠানে গ্রিন বিজনেস স্কুলের শিক্ষার্থীরা প্রেজেন্টশনের মাধ্যমে বাজেট বিশ্লেষণ করেন।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শিক্ষাবাজেট,উন্নত দেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist