জাবি প্রতিনিধি

  ২১ মে, ২০১৭

বাঁচতে চায় জাবির তিথি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী শিরিন আক্তার তিথি বাঁচতে চান। বাবা-মায়ের স্বপ্ন পূরণে যখন পড়াশুনায় ব্যস্ত ঠিক তখন তিথি জানতে পারেন বিরল ব্যাধি হেমাফাজোসাইটিক লিম্ফোহিস্টিয়োসাইটোসিসে (এইচএলএইচ) আক্রান্ত তিনি।

তিথি ভারতের কলকাতার টাটা মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন। চিকিৎসার জন্য ব্যয় হবে প্রায় ৭৫ লাখ টাকা, যা তিথির পরিবারের পক্ষে বহন সম্ভব নয়। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে হয়তো বেঁচে যাবে একটি মেধাবী মুখ।

তিথির সহপাঠী ইথার বলেন, মাত্র এক লাখ টাকা হাতে আছে। অনেকে প্রতিশ্রুতি দিয়েছেন। এখনো অনেক টাকা প্রয়োজন।

সাহায্য পাঠানো যাবে : বিকাশ ০১৭৪৯২৭৭৫০১ এবং ০১৯৮৪৭৪০৮৮৫, রকেট ০১৭৪৯২৭৭৫০১৭। ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড : ১২৭১০১০০৭০৩৭০ (সৈয়দ মোহাম্মদ জব্বার)। অগ্রণী ব্যাংক লিমিটেড : ০২০০০০৯৬২১১১৮ (ইসমাথ জাহান ছন্দা)।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শিরিন আক্তার তিথি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist