রাবি প্রতিনিধি

  ২০ মে, ২০১৭

শিক্ষার্থী লাঞ্ছনার ঘটনায় রাবি ছাত্র ফেডারেশনের ক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং সেকশনের এক সহায়ক কর্মচারীর হাতে বিশ্ববিদ্যালয়ের বাসে দুই শিক্ষার্থীকে লাঞ্ছনার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিশ^বিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা। গতকাল শনিবার দুপুরে রাবি শাখা ফেডারেশনের দপ্তর সম্পাদক আহসানুল হক সোয়াদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ক্ষোভ জানান দলের নেতা-কর্মীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের এক কর্মচারী দুই ছাত্রকে লাঞ্ছিত করে। একই দিন বিশ্ববিদ্যালয়ে সংলগ্ন বিনোদপুর ম-লের মোড়ে ফটোকপির দোকানে আরেক শিক্ষার্থী লাঞ্ছনার শিকার হন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের ঘটনা দীর্ঘদিন ধরে বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ঘটে আসছে। কিন্তু বিশ^বিদ্যালয় প্রশাসন বরাবরের মতই উদাসীন। এসব ঘটনার যথাযথ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

প্রসঙ্গত, পূর্ব শত্রুতার জের ধরে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বাসে ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের দুই শিক্ষার্থীকে লাঞ্ছিত করে ইঞ্জিনিয়ারিং সেকশনের এক সহায়ক কর্মচারী। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করে ভুক্তভোগীরা।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাবি,শিক্ষার্থী,লাঞ্চিত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist