তহিদুল ইসলাম, জাবি

  ২৭ এপ্রিল, ২০১৭

জাবিতে গাড়ি পার্কিং ঠেকাতে ব্যতিক্রমী উদ্যোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রাকৃতিক সৈন্দর্যে ভরপুর হওয়ায় প্রায় সব সময় ক্যাম্পাসে পর্যটকদের ভিড় থাকে। তবে গাড়ি পার্কিংয়ের জন্য সুনির্দিষ্ট কোন স্থান না থাকায় প্রায় প্রতিদিনই এসব বহিরাগত ভ্রমণপিপাসুরা সঙ্গে নিয়ে আসা গাড়ি ক্যাম্পাসের যত্রতত্র পার্কিং করেন। এতে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ শিক্ষার্থীদেরকে।

বিশ্ববিদ্যালয়ের যে কয়েকটি স্থানে বেশি গাড়ি পার্কিং করা হয় তার মধ্যে বটতলা অন্যতম। স্থানটিতে অর্ধশতাধিক খাবারের দোকান রয়েছে। দর্শনার্থীরা এখানে খেতে আসেন, সঙ্গে নিয়ে আসেন গাড়ি। বটতলায় তাদের গাড়ির পার্কিংয়ের কারণে খাবারে ধুলাবালি পড়ে। তাছাড়া এসব খাবারের দোকান ক্যাম্পাসের সিংহভাগ শিক্ষার্থীর খাবারের যোগান দেয়। ফলে জনবহুল এ স্থানে দর্শনার্থীদের যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে শিক্ষার্থীদেরকে ভোগান্তিতে পড়তে হয়।

এদিকে বটতলায় গাড়ি পার্কিং ঠেকাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের অজ্ঞাত কিছু শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে মওলানা ভাসানী হল সংলগ্ন বটতলায় (শিক্ষার্থীদের কাছে উঁচু বট নামে পরিচিত) একটি ব্যাতিক্রমী বোর্ড দেখা যায়। বোর্ডে লেখা ছিল ‘গাড়ি পার্ক করলে থু থু ফ্রি’। তবে বোর্ডটি কে বা কারা রেখেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। বটতলার এক দোকানি জানান মওলানা ভাসানী হলের শিক্ষার্থীরা বোর্ডটি রেখেছেন। তবে এ ধরণের বোর্ড রাখার পরেও গাড়ি পার্কিং ঠেকানো যায়নি। বোর্ডের পাশেই একাধিক গাড়ি পার্কিং করা অবস্থায় পাওয়া যায়।

মওলানা ভাসানী হলের আবাসিক শিক্ষার্থী মাহাবুবুর রহমান নীল (দর্শন বিভাগ, ৪২ ব্যাচ) বলেন, ‘বটতলা একটি জনবহুল এলাকা। এখানে আমরা নিয়মিত খাই। তবে এখানে গাড়িং পার্কিংয়ের কারণে অনেক ভোগান্তিতে পড়তে হয়। বোর্ডটি দেখে ভাল লেগেছে। এ ধরণের উদ্যোগকে স্বাগত জানাই।’

এ বিষয়ে জাবি ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-১) মিসেস রহিমা কানিজ বলেন, ‘পার্কিংয়ের জন্য সুনির্দিষ্ট কোন স্থান নেয়। আর এটা আমাদের সিকিউরিটি সেকশন দেখে।’

এর আগে গত ফেব্রুয়ারিতে বটতলায় পার্কিং ঠেকাতে আ ফ ম কামালউদ্দিন হলের সামনে ‘দয়া করে এখানেই থামুন’ শীর্ষক বোর্ড রাখেন হলটির শিক্ষার্থীরা। সে সময় এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলে।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি,গাড়ী পাকিং
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist