আকবর হোসেন, মনোহরগঞ্জ

  ২৮ মার্চ, ২০১৭

মনোহরগঞ্জে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মো: তাজুল ইসলাম এমপি

‘জঙ্গিবাদ রুখতে শিক্ষার্থীদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে’

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, অস্ত্র দিয়ে জঙ্গিবাদ রুখা যাবে না। জঙ্গিবাদ রুখতে হলে মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। সেক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের মাঝে দেশ প্রেম, মানবতাবোধ জাগ্রত করতে শিক্ষকদের অগ্রণি ভূমিকা রাখতে হবে। সহ-শিক্ষাকার্যক্রম জোরদার করতে হবে।

সম্প্রতি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মির্জাপুর সাতপুকুরিয়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, সমৃদ্ধ দেশ গড়তে সু-শিক্ষার বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং শিক্ষাখাতে সবচেয়ে বেশি উন্নয়ন করেছেন। সরকারের এই উদ্যোগকে সফল করতে প্রত্যেক শিক্ষার্থীদের উচিত ভালোভাবে পড়াশুনার মাধ্যমে নিজেকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলা। সঠিক পরিচর্যা পেলে নতুন প্রজন্মের সন্তানরাই একদিন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়বে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মির্জাপুর সাতপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নুরুর রহমান। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী নেছার আহম্মদ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, মহিলা সদস্য এডভোকেট তানজিনা আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ, গোলাম ফারুক মোল্লা, মাহাবুবুর রহমান, জীবন দেবনাথ টুটুল, মো: কামরুজ্জামান, বিশিষ্ট শিক্ষানুরাগী মো: জাকির হোসেন, ঝলম দক্ষিণ ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমানসহ আরো অনেকে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আবুল বাশার।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জঙ্গিবাদ,শিক্ষার্থী,তাজুল ইসলাম এমপি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist