চবি প্রতিনিধি

  ২৭ মার্চ, ২০১৭

‘জঙ্গীবাদ রুখতে চবি ছাত্রলীগ অতন্দ্র প্রহরীর ভূমিকা রাখবে’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মনসুর আলম বলেছেন, ‘দেশে কোন ধরনের জঙ্গী কার্যক্রম ছাত্রলীগ বরদাশত করবে না। জঙ্গীবাদ রুখতে চবি ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে।’ শুক্রবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশ কর্র্তৃক আয়োজিত ‘লিজেন্ডারী প্রিমিয়ার লীগ’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মনসুর আলম বলেন, ‘জঙ্গীবাদকে নির্মূল করতে হলে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। পাশাপাশি তরুণদেরকে মাদকমুক্ত ও সৃজনশীল করতে খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে হবে।’ এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নবীন শিক্ষার্থীদের ছাত্রলীগে যোগদানের আহবান জানান।

আয়োজক সূত্রে জানা গেছে, ছাত্রলীগের মূল আদর্শ ‘শিক্ষা, শান্তি ও প্রগতির’ চর্চাকে নবীন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এবং পারষ্পরিক সম্প্রীতি বাড়াতে এ ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ৩২টি ডিপার্টমেন্ট থেকে ৩২টি দল অংশগ্রহণ করে।

ছাত্রলীগ নেতা মিজানুর রহমান ও পার্থ বড়–য়া এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল মালেক, শাখাওয়াত হোসেন রায়হান, ছাত্রনেতা আবু তোরাব পরশ, মিজানুর রহমান মিজান, রাকিব উদ্দীন, ইকবাল হোসেন টিপু, আরাফাত হোসেন চৌধুরী প্রমূখ।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চবি,ছাত্রলীগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist