শিশির মাহমুদ, রাবি

  ২৪ মার্চ, ২০১৭

রাবি ছাত্র ফেডারেশনের দু’দিনব্যাপী সম্মেলন শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্র ফেডারেশনের দু’দিনব্যাপী ৭ম সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক উৎসব মোসাদ্দেক।

সম্মেলনে বক্তারা বলেন, স্বৈরশাসক এরশাদের আমলেও রাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ সচল ছিল। কিন্তু পরে তথাকথিত গণতান্ত্রিক সরকারের আমলে রাকসু বন্ধ রেখেছে। ক্ষমতাসীন দলের অনুগত ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করছে না। ফলে শিক্ষার্থী বিমুখ সংগঠন নির্বাচনে পরাজিত হবে, এ শঙ্কা থেকে অচল হয়ে পড়ে আছে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ ভবন।

বক্তারা আরো বলেন, বর্তমান সরকার বিভিন্ন ধরনের বৈষম্যমূলক চুক্তি করে আসছে। রামপাল চুক্তির মাধ্যমে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে আমরা বেশি ক্ষতিগ্রস্ত হব। এ ধরনের আন্দোলন প্রতিহত করতে ছাত্রসমাজকে একত্রিত করতে হবে। এজন্য দক্ষ নেতৃত্ব প্রয়োজন, যা রাকসু নির্বাচনের মাধ্যমে গড়ে তোলা সম্ভব। এসময় তারা দ্রুত রাকসু নির্বাচনের দাবি জানান।

বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক তমাশ্রী দাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিল হোসেন, কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল মজিদ অন্তর, ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল প্রমুখ। উল্লেখ্য, সম্মেলনের দ্বিতীয় দিনে রাবি শাখা ছাত্র ফেডারেশনের পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন করা হবে।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাবি,ছাত্র ফেডারেশন,সম্মেলন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist