reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জানুয়ারি, ২০১৭

ঢাবির ডিন নির্বাচন : জিতেছে নীল দল, সেই রফিক ধরাশায়ী!

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অভ্যন্তরীণ অনুষদগুলোর ডিন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের নীল প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। তারা ১০টি অনুষদের ৯টিতে জয়ী হয়েছে। একটিতে জয় পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থক সাদা প্যানেল। ওই অনুষদে নীল দলের হয়ে হেরেছেন সেই বিতর্কিত অধ্যাপক রফিকুল ইসলাম। তার ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এ নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ২৭(৫) ধারা এবং অধ্যাদেশের (২য় খন্ড) ১৮নং অধ্যায় অনুযায়ী অনুষ্ঠিত হয়। উপাচার্যের প্রতিনিধি হিসেবে নির্বাচন পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন।

এর আগে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটগ্রহণের পর নির্বাচন কমিশনার ফলাল ঘোষণা করেন। তিনি জানান, নির্বাচনে ভোটার ছিলেন বিশ্ববিদ্যালয়ের ৯৬৫ জন শিক্ষক, যাদের ৯৫৩ জন ভোট দিয়েছেন। এবারের নির্বাচনে নীল দল ১০টি অনুষদের সবকটিতে প্রার্থী দিলেও সাদা দল প্রার্থী দেয় সাতটিতে। বাম সমর্থক শিক্ষকদের গোলাপী দল প্রার্থী দেয় শুধু কলা অনুষদে। আর ৩টি অনুষদে নীল দলের একক প্রার্থী থাকায় সেগুলোতে ভোট হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন একক প্রার্থীরা। ভোট হওয়া ৭ অনুষদের মধ্যে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ বাদে বাকি ছয়টিতে আওয়ামী লীগ সমর্থকরা জয় পেয়েছেন।

নির্বাচিত ডিন’রা হলেন- কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, বিজ্ঞান অনুষদ অধ্যাপক ড. মো. আব্দুল আজিজ,আইন অনুষদ অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), বিজনেস স্টাডিজ অনুষদের অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম,সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), জীববিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. মো. ইমদাদুল হক,ফার্মেসী অনুষদ অধ্যাপক ড. এস এম আবদুর রহমান,চারুকলা অনুষদের অধ্যাপক নিসার হোসেন,আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের অধ্যাপক ড. এ. এস. এম. মাকসুদ কামাল (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী অনুষদের অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নীল দল,ঢাবির ডিন নির্বাচন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist