বেরোবি প্রতিনিধি

  ২৯ জুলাই, ২০২০

বেরোবির কর্মচারী খোরশেদের কুশপুত্তলিকা দাহ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারী খোরশেদ আলমের কুশপুত্তলিকা দাহ করেছে সাধারণ শিক্ষার্থীরা। এসময় তাকে স্থায়ী বরখাস্তের দাবিও জানান তারা। বুধবার বেলা সাড়ে ১১টায় পার্কের মোড় সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের ২নং গেটের সামনে কুশপুত্তলিকা দাহ করা হয়।

জানা যায়, কর্মচারী খোরশেদ আলম তার ব্যক্তিগত ফেসবুক প্রফাইলে শিক্ষার্থী ও সাংবাদিকদের নিয়ে আপত্তিকর ও মানহানীকর মন্তব্য করেন। শিক্ষার্থী এবং ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের হকার, পতিতা, কুলাঙ্গার ও চাটুকার এমন মন্তব্য করেন। সেই সাথে এই কর্মচারী শিক্ষার্থীদের ঝাড়ু পেটা করে ক্যাম্পাস থেকে বের করে দেয়ারও হুমকি দেন।

এর প্রতিবাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাকারিয়া জাকির বলেন, একজন থার্ডক্লাস (৩য় শ্রেণির) কর্মচারী হয়ে এভাবে শিক্ষার্থী আর সাংবাদিকদের মানহানীকর মন্তব্য করে। শিক্ষার্থীদের জন্য এটা চরম লজ্জার। আর তাই এই ক্যাম্পাসে কাজ করার জন্য সমস্ত নৈতিক অধিকার সে হারিয়ে ফেলেছে। তাই তার স্থায়ী বরখাস্তের দাবি করছি।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একেএম মুশফিকুর রহমান বলেন, ৩য় শ্রেণির কর্মচারী খোরশেদ আলম সামাজিক মাধ্যমে শিক্ষার্থী এবং সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রাণ। সাধারণ শিক্ষার্থী হিসেবে খোরশেদ আলমের কুশপুত্তলিকা আগুন দিয়ে পুরিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ব্যাপারে যারা এমন মন্তব্য করে তারা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে আঘাত করেছে। আমাদের দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তার চাকরিচ্যুতি। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত থেকে এ প্রতিবাদ জানান।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বেরোবি,কুশপুত্তলিকা দাহ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close