চবি প্রতিনিধি

  ২৯ জুলাই, ২০২০

উপাচার্যের স্বামীর মৃত্যুতে চবিসাসের শোক

চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের স্বামী মুক্তিযোদ্ধা মেজর (অব.) লতিফুল আলম চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানানো হয়।

বুধবার সকালে চবিসাসের দপ্তর সম্পাদক নাজমুস সায়াদাত কর্তৃক গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে চবি সাংবাদিক সমিতির সভাপতি আবদুল্লাহ আল ফয়সাল ও সাধারণ সম্পাদক জোবায়ের চৌধুরী বলেন, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লতিফুল আলম চৌধুরী। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, লতিফুল আলম অত্যন্ত সজ্জন ও মানবিক এক মুক্তিযোদ্ধা ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তার গৌরবময় অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। তার মৃত্যুতে দেশ, জাতি, পরিবার ও আত্মীয়স্বজনের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়।

এ সময় মরহুম লতিফুল আলমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে চবিসাস।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চবিসাস,শোক,চবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close