চবি প্রতিনিধি

  ০৫ জুলাই, ২০২০

চবির অতীশ দীপঙ্কর হলের ১ম প্রভোস্ট রেজাউল করিম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অতীশ দীপঙ্কর হলের প্রতিষ্ঠাকালীন (১ম) প্রভোস্ট প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম। রোববার তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। ৩০ জুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর এসএম মনিরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১ বছরের জন্য তাকে এ দায়িত্ব দেয়া হয়।

যোগদানের বিষয়টি নিশ্চিত করে চবি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, আমরা ৩০ জুন হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব প্রদান করেছি। সেমতে তিনি আজ অফিসিয়ালি দায়িত্ব গ্রহণ করেছেন। আজ থেকেই তার যোগদান কার্যকর হবে।

এবছর ২৩ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করেন রেজাউল করিম। গত বছর ২৫ জুন সহকারী প্রক্টর লিটন মিত্রের মেয়াদ শেষ হওয়ায় তাকে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব দেয়া হয়। এর আগে ২০১১ ও ২০১২ সালেও তিনি সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি ২০১৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এবং শহীদ আবদুর রব হলের আবাসিক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চবি,প্রভোস্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close