নূর ইসলাম নয়ন

  ০৭ জুন, ২০২০

জিপিএ-৫ পেয়েও কান্না থামছে না জুইয়ের

টাকার অভাবে একাদশে ভর্তি নিয়ে শঙ্কা

রাজধানী ঢাকা মহানগরীর মেধাবী ছাত্রী জাহানারা আক্তার জুই এবারের এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ড থেকে জিপিএ-৫ গোল্ডেন এ+ পেয়েছে। কিন্তু দারিদ্রতার কারণে সে একাদশে ভর্তি হতে পারবে কিনা তা নিয়ে চিন্তায় কান্না করছে। তার ঢাকা বোর্ডের রোল নং ৬২১৬৯৪, রেজি নং ১৭১০৬৫৭০৮০।

জানা গেছে, জুই পড়ালেখা করে দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে। গত ২০১৫ সালে সমাপনী পরীক্ষায় অর্থাৎ পিএসসিতে জিপিএ-৫, ২০১৭ জেএসসিতে-জিপিএ-৫ এবং ২০২০ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস জিপিএ-৫ পেয়েছে।

জুইয়ের বাবা জাহাঙ্গীর হোসেন একটি ছোট কোম্পানিতে চাকরি করেন। মা সেলিনা আক্তার একজন গৃহিনী। তাদের তিনি মেয়ে। জুই বড়।

জুই স্থানীয় সরকার ও বে-সরকারি প্রতিষ্ঠানের নিকট আর্থিক সহায়তা চেয়েছেন যেন তার পড়ালেখা বন্ধ হয়ে না যায় এবং তার পড়ালেখা অব্যাহত থাকে।

জাহানারা আক্তার জুই জানায়, যদি কোনো স্ব-হৃদয়বান ব্যক্তি আমাকে পড়ালেখার খরচ জোগায়, তাহলে একজন ডাক্তার হতে চাই। অসহায় মানুষের সেবা করতে চাই।

জুইকে সাহায্য পাঠানোর বিকাশ নম্বর ০১৯১২ ৪০৭ ১৫১।

পিডিএসও/প্রতিনিধি/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জিপিএ-৫,এসএসসি শিক্ষার্থী,দারিদ্রতা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close