রাবি প্রতিনিধি

  ০৫ জুন, ২০২০

করোনা আক্রান্ত রাবি শিক্ষক, আবাসিক এলাকায় আতঙ্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের একজন অধ্যাপক করোনা আক্রান্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ৩ জুন ওই অধ্যাপক ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসার জন্য যান। সেখানে নমুনা নেন ডাক্তাররা। পরে ৪ জুন রিপোর্ট পজিটিভ আসে। অধ্যাপক নিজেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ফোনে এ তথ্য জানিয়েছেন।

লুৎফর রহমান বলেন, এখন তিনি সুস্থ আছেন। উপসর্গ নেই। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সিভিল সার্জনের পরামর্শ মতো চিকিৎসা নিচ্ছেন।

এদিকে ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। লোক প্রশাসন বিভাগের অধ্যাপক এ এস এম নাজমুল হায়দার তার ফেসবুক পোস্টে লিখেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা পশ্চিম পাড়াকে অত্যন্ত সেইফ ভাবতাম। সেটাও আজ মিথ্যে হয়ে গেল। পশ্চিমপাড়ায় একজন শিক্ষক করোনা পজিটিভ। তার আশু রোগমুক্তি এবং সুস্থতা কামনা করি। আমরা কেউই মনে হচ্ছে আর নিরাপদ নই।

তাই যে যেখানেই থাকি অধিকতর সচেতন থাকি, নিরাপদ থাকার চেষ্টা করি। সৃষ্টিকর্তা সবাইকে রক্ষা করুন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাবি,করোনা আক্রান্ত,আক্রান্ত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close