​চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

  ০১ জুন, ২০২০

কোভিড ল্যাবের জন্য চবি শিক্ষক শাহনেওয়াজের অনুদান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোভিড-১৯ শনাক্তকরণ ল্যাবের জন্য এক মাসের বেতনের সমপরিমাণ ৫০ হাজার টাকার অনুদান দিয়েছেন চবি ইনস্টিটিউট অব মেরিন সায়ন্সেসের সহকারী অধ্যাপক ড. শাহনেওয়াজ চৌধুরী ।

রোববার দুপুর ১২টায় চবি জীব বিজ্ঞান অনুষদ সেমিনার কক্ষে উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের কাছে এ অর্থ হস্তান্তর করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চবি জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. কামরুল হাসাইন, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. হানিফ সিদ্দিকী, চবি প্রক্টর প্রফেসর এস. এম. মনিরুল হাসান, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফসর ড. মনিরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উপাচার্য অনুদান দেওয়ায় শাহনেওয়াজ চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে বলেন, করোনাভাইরাসের ছোবলে আজ বিশ্বব্যাপি জনজীবন বিপর্যস্ত। এই অবস্থা থেকে মুক্তি পেতে বিশ্ব করোনার বিরুদ্ধে যুদ্ধ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশেও এ যুদ্ধ অব্যাহত রয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অনুদান,কোভিড ল্যাব,চবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close