reporterঅনলাইন ডেস্ক
  ০১ জুন, ২০২০

করোনায় মৃত্যু ঢাবি শিক্ষকের

করোনায় আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শাকিল উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ছিলেন। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢাবি শিক্ষক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন এ এস এম মাকসুদ কামাল গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন৷

তিনি বলেন, শাকিল উদ্দিন আহমেদ ঈদের আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন। সংক্রমণ শনাক্ত হওয়ার পর রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু করোনাজনিত অসুস্থতায় রোববার সন্ধ্যায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

শাকিল উদ্দিন আহমেদের মৃত্যুতে শিক্ষক সমিতির পক্ষ থেকে শোক জানিয়েছেন সংগঠনের সভাপতি এ এস এম মাকসুদ কামাল। শোক জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানীও।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শাকিল উদ্দিন আহমেদ,ঢাবি,করোনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close