জবি প্রতিনিধি

  ২০ মে, ২০২০

পরিবারসহ করোনায় আক্রান্ত জবি শিক্ষার্থী

এবার পুরো পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী। এ শিক্ষার্থীর পুরো পরিবার বর্তমানে চট্টগ্রাম অবস্থান করছেন।

আইন বিভাগের এ শিক্ষার্থীর মা-বাবা এবং ছোট বোনসহ সকলেরই করোনাভাইরাসের টেস্টের ফলাফল পজিটিভ আসে।

জানা যায়, প্রথমে শিক্ষার্থীর বাবা অসুস্থ হয়ে পড়লে করোনার টেস্ট করান এবং গত বৃহস্পতিবার (১৪মে) টেস্টের রেজাল্ট পজিটিভ আসে। পরবর্তীতে রোববার (১৭মে) পরিবারের অন্য সদস্যরা করোনা টেস্ট করানো হয়। পরে আজ বুধবার বাকিদেরও করোনা পজিটিভ পাওয়া গেছে।

আইন বিভাগের এ শিক্ষার্থী প্রতিদিনের সংবাদকে জানান, প্রথমে আব্বার করোনা পজেটিভ আসে। পরিবারের বাকিদেরও টেস্ট করায়। পরে দেখি সবারই করোনা পজেটিভ। এখন সবাই বাসাতেই আইসোলেশনে আছি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল প্রতিদিনের সংবাদকে জানান, আইন বিভাগের এক শিক্ষার্থীর করোনা পজেটিভ আসার বিষয়টি জেনেছি। তার যেকোন সহায়তায় আমরা পাশে থাকব।

প্রসঙ্গত, এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী গত ৭ এপ্রিল করোনায় আক্রান্ত হন। পরে করোনা শনাক্তের ১৫ দিনের মাথায় পুরোপুরি সুস্থ হয়ে উঠেন তিনি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনা আক্রান্ত,করোনা,জবি শিক্ষার্থী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close