জবি প্রতিনিধি

  ১৩ মে, ২০২০

জবি সাংবাদিকের করোনা শনাক্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক সাংবাদিকের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাতে তার করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। বর্তমানে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

করোনা আক্রান্ত ওই সাংবাদিক জানান, গত ১ মে থেকেই প্রচণ্ড গলাব্যথা ও জ্বরে ভুগছিলেন। এরপর ৪ মে নিজ জেলার সদর হাসপাতালে করোনা পরীক্ষা করতে দেন। মঙ্গলবার রাতে করোনা পরীক্ষার রেজাল্ট পজেটিভ আসছে। তার পরিবার করোনার ঝুঁকিতে আছেন। তিনি এখন সবার কাছে দোয়া চেয়েছেন।

এ বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান প্রতিদিনের সংবাদকে বলেন, করোনা আক্রান্ত শিক্ষার্থীর যেকোনো সহায়তায় আমরা পাশে আছি। তার চিকিৎসার খোঁজ রাখছি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জবি,জগন্নাথ বিশ্ববিদ্যালয়,করোনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close