ঢাবি প্রতিনিধি

  ০৫ এপ্রিল, ২০২০

বাড়ি বাড়ি গিয়ে স্যানিটাইজার দিলেন হলসংসদ সদস্য

করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাস বন্ধ থাকলেও নিজ নিজ জায়গা থেকে সচেতনতা বৃদ্ধি, ত্রাণ-স্যানিটাইজার বিতরণসহ বিভিন্ন কাজে সরব আছেন বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী। তাদের একজন ঢাবির ক্রিমিনোলোজি বিভাগের চতুর্থ বর্ষের শাহরিয়াদ ইসলাম।

তিনি চট্টগ্রামের বলুয়ারদিঘীর পাড়ে করোনা প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিতরণ করেছেন অন্তত দুই হাজার হ্যান্ড স্যানিটাইজার।

শাহরিয়াদ ঢাবির মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের সদস্য ও ছাত্রলীগের কর্মী। নিজের এলাকায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুক্র ও শনিবার বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেন এসব স্যানিটাইজার।

এই প্রসঙ্গে তিনি বলেন, এলাকার গরিব ও অসহায় মানুষের মাঝে সামর্থ্য অনুযায়ী স্যানিটাইজারগুলো বিতরণ করেছি। সামনে আরও পদক্ষপ নেওয়ার ইচ্ছে আছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়,ঢাবি,স্যানিটাইজার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close