জাবি প্রতিনিধি

  ২৫ মার্চ, ২০২০

জাবিতে ছুটি বাড়ল ৭ দিন

করোনার প্রাদুর্ভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা আরও ৭ দিন স্থগিত করা হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ২ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ প্রতিদিনের সংবাদকে এই ছুটি বর্ধিতকরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার বলেন, সারাবিশ্বে করোনা পরিস্থিতি মহামারি আকার ধারণ করায় এবং বাংলাদেশেও এর বিস্তার দেখা দেওয়ায় সরকার আগামী ৯ এপ্রিল পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে। ইউজিসি থেকেও আমাদেরকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। এ কারণে সরকারি ছুটির সাথে সমন্বয় করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ছুটি ৭দিন বর্ধিত করা হয়েছে।

ফলে পূর্বের ন্যায় ক্লাস-পরীক্ষার পাশাপাশি আবাসিক হল ও অফিস ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে মেডিক্যাল সেন্টারসহ জরুরি সেবা চালু থাকবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি,ছুটি বাড়ল,করোনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close