reporterঅনলাইন ডেস্ক
  ২২ ফেব্রুয়ারি, ২০২০

ট্রেনে কাটা পড়ে খুবি অধ্যাপক নিহত

খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন অধ্যাপক চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে মারা গেছেন। নিহত মিজানুর রহমান (৬৫) বিশ্ববিদ্যালেয়ের সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের অধ্যাপক ছিলেন।

খুলনা রেলওয়ের নিরাপত্তা বাহিনীর হাবিলদার ওহিদ খান বলেন, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে খুলনা স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনে ওঠার সময় আহত হন মিজানুর রহমান।

তিনি দৌড়ে গিয়ে বেনাপোলগামী চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন। উঠেও পড়েন। কিন্তু দরজার হ্যান্ডেল ধরে রাখতে পারেননি। দৌড়ে আসার কারণে হয়ত হাঁপিয়ে গিয়েছিলেন। তিনি ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝখানে পড়ে যান। ট্রেনে তার ডান হাত-পা কাটা পড়ে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান হাবিলদার ওহিদ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ফায়েকুজ্জামান বলেন, অধ্যাপক মিজানুর রহমানসহ কয়েকজনের একটি দল যশোরের গদখালীতে ফুল চাষ দেখতে যাচ্ছিল। কিন্তু মিজানুর আসতে একটু দেরি করেন। ততক্ষণে ট্রেন ছেড়ে দেয়। মিজানুর চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে মারা যান।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খুবি,অধ্যাপক,ট্রেনে কাটায় মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close