ইবি প্রতিনিধি

  ১৮ ফেব্রুয়ারি, ২০২০

ঢাবি অ্যালামনাই নিউজ অ্যাওয়ার্ড পেলেন ইবি উপাচার্য

ঢাকা ইউনিভর্সিটি অ্যালামনাই নিউজ অ্যাওয়ার্ড পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।

মঙ্গলবার বিকালে ঢাকাস্থ সরকারি বিজ্ঞান কলেজ মিলনায়তনে তার হাতে পুরস্কার তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান।

এ বিষয়ে ইবি উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, যেকোন সম্মাননা একজন লেখকের জন্য আনন্দদায়ক। এই পুরষ্কার আমাকে অনূপ্রেরণা যোগাবে।

এসময় উপস্থিত ছিলেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন, দুদক কমিশনার মোজাম্মেল হক খান, বাংলাদেশ তথ্য কমিশনের প্রধান মরতুজা আহমদ, সংস্কৃতি মন্ত্রনালয়ের সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।

নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ঢাকা ইউনিভর্সিটি অ্যালামনাই নিউজ অ্যাওয়ার্ডের জন্য এবার ৪ জন মনোনীত হয়েছেন। তারা হলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা ন্ত্রী এম. এ. মান্নান(এমপি), জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন (এমপি) ও প্রখ্যাত অভিনেত্রী সূবর্ণা মোস্তফা (এমপি)।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইবি উপাচার্য,অ্যালামনাই,ঢাবি,অ্যাওয়ার্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close