জাবি প্রতিনিধি

  ২৭ জানুয়ারি, ২০২০

জাবি শিক্ষক সমিতির নির্বাচনে ভিসিপন্থিদের জয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ- ২০২০ এর নির্বাচনে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম সমর্থিত “বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ” সংখ্যা গরিষ্ঠতা লাভ করেছে। এই প্যানেল থেকে ১৫ টি পদের বিপরীতে সভাপতি, সহ সভাপতি, কোষাধ্যক্ষ সহ ৯ সদস্য নির্বাচিত হয়েছেন। অপরদিকে ভিসিবিরোধী “সম্মিলিত শিক্ষক সমাজ” থেকে সম্পাদক, যুগ্ম সম্পাদক সহ ৬ সদস্য নির্বাচিত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশন সূত্র জানায়, সভাপতি পদে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের প্রার্থী পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এ মামুন ২৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি সম্মিলিত শিক্ষক সমাজের প্রার্থী ফার্মেসী বিভাগের অধ্যাপক মোঃ সোহেল রানা পেয়েছেন ২৬৫ ভোট। এছাড়া অন্যান্য পদে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সহ-সভাপতি প্রার্থী অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মোতাহার হোসেন, সদস্য অধ্যাপক ইসমত আরা, মাহফুজা খাতুন, মো. ফখরুল ইসলাম, অধ্যাপক বশির আহমেদ, অধ্যাপক আহমেদ রেজা, হুসাইন মো. সায়েম নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে সম্পাদক পদে সম্মিলিত শিক্ষক সমাজের প্রার্থী অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন ২৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের প্রার্থী পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর পেয়েছেন ২৫৩ ভোট। অন্যান্য পদে সম্মিলিত শিক্ষক সমাজের যুগ্ম সম্পাদক প্রার্থী বোরহান উদ্দিন, সদস্য অধ্যাপক মোঃ মনোয়ার হোসেন, উম্মে সায়কা, হোসনে আরা, অধ্যাপক মাহবুব কবির নির্বাচিত হয়েছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি,ভিসিপন্থী,জয়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close