reporterঅনলাইন ডেস্ক
  ২০ জানুয়ারি, ২০২০

জিয়াউর রহমানকে নিয়ে নুরের স্ট্যাটাস, তোলপাড় ফেসবুক

১৮ জানুয়ারি ছিল প্রয়াত রাষ্ট্রপতি বিএনপি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৪তম জন্মদিন।

দিনটি উপলক্ষে সামাজিকমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।

স্ট্যাটাসে প্রয়াত রাষ্ট্রপতির জন্মদিন স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি।

বিএনপি প্রতিষ্ঠাতাকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলে উল্লেখ করেছেন নুর।

এরপর জিয়াউর রহমানকে নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করেন তাদের দলকানা বলে আখ্যা দেন ভিপি নুর। জিয়াউর রহমানকে নিয়ে ডাকসু ভিপির এমন স্ট্যাটাসে তোলপাড় শুরু হয়েছে সামাজিক মাধ্যমে।

তার সেই স্ট্যাটাসের স্ত্রিনশট দিয়ে অনেকেই তাকে ছদ্মবেশী বিএনপি বলে অভিহিত করেছেন। কেউ কেউ তাকে ছাত্রদলের কর্মী বলেও উল্লেখ করেন।

আবার নুরের সেই স্ট্যাটাসের ভূয়সী প্রশংসা করেছেন অনেকে।

নুরের সেই পোস্টে অসংখ্য নেটিজেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা করেন।

তবে নুরের সেই পোস্টে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন।

নুরের উদ্দেশে লিখেছেন, এতদিন ধরে অভিনয় করার কোনো দরকার ছিলনা। সরাসরি বললেই হতো এতদিন কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছ নুর।

ভিপি নুরকে পরামর্শও দিয়েছেন কেউ কেউ।

প্রসঙ্গত, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মদিনে ভিপি নুর তার ফেসবুক পেজে লেখেন, ‘৮৪তম জন্মদিনে বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি রণাঙ্গনের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে (বীরউত্তম)। দলকানারা যতই বিতর্ক সৃষ্টি করুক মহান মুক্তিযুদ্ধে আপনার অবদান এ দেশের মানুষের কাছে চিরভাস্বর হয়ে থাকবে।’

জিয়াউর রহমানের বহুল প্রচলিত একটি সাদাকালো ছবি পোস্ট করেন ভিপি নুর।

যেখানে দেখা গেছে, রাষ্ট্রপতি থাকাকালীন জিয়াউর রহমান খাল খনন কর্মসূচিতে গ্রামের পথে হাঁটছেন।

ভিপি নুরের সেই পোস্টে এখন পর্যন্ত ১৮ হাজারের বেশি লাইকসহ ১৩০০ কমেন্ট জমা পড়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নুরুল হক নুরু,জিয়াউর রহমান,স্ট্যাটাস,তোলপাড়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close