চবি প্রতিনিধি

  ১৯ জানুয়ারি, ২০২০

দিয়াজের মৃত্যু নিয়ে অপরাজনীতি আর নয়

প্রয়াত ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরী মৃত্যুর রহস্য উম্মোচন, হত্যাকাণ্ড হয়ে থাকলে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং এ মৃত্যু নিয়ে অপরাজনীতি না করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক ও বাংলার মুখ গ্রুপের নেতা আমির সোহেল।

রোববার দুপুর ৩টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

লিখিত বক্তব্যে আমির সোহেল বলেন, দিয়াজ ইরফান চৌধুরী ছিলেন আমাদের ভাই। তিনি চলে যাওয়াতে আমরা অসহায় হয়ে পড়েছি। দিয়াজ মৃত্যুর প্রকৃত রহস্য দ্রুত সময়ের মধ্যে উন্মোচিত হোক।

এ মৃত্যু নিয়ে একটি মহলের অপরাজনীতির অভিযোগ করে তিনি বলেন, বাংলার মুখ গ্রুপের সঙ্গে দিয়াজ ভাইয়ের পরিবারের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। বিভিন্ন সময়ে অনেকেই বিরুপ মন্তব্য করে। কিন্তু এটা তদন্তাধীন বিষয়। আমরা মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী। সামনে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে উদ্দেশ্য করে একটা চক্র অপরাজনীতি করছে।

সংবাদ সম্মেলনে সাবেক আইন সম্পাদক আবু সাঈদ মারজান, ছাত্রলীগ নেত্রী জান্নাতুল নাঈমা, আবু সুফিয়ানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দিয়াজ ইরফান চৌধুরী,হত্যাকাণ্ড,আমির সোহেল,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close