reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জানুয়ারি, ২০২০

ভোট পেছানোর দাবিতে শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার

ঢাকার ২ সিটির নির্বাচনের তারিখ পিছিয়ে আগামী ১ ফেব্রুয়ারি করা হয়েছে। সরস্বতী পূজার দিন নির্বাচন নিয়ে জটিলতা দেখা দেওয়ায় শনিবার জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এদিকে, নির্বাচনের তারিখ পরিবর্তনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আন্দোলনরত শিক্ষার্থীরা অনশন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। দেরিতে হলেও দাবি মেনে পূজার দিনে নির্বাচনের তারিখ পরিবর্তন করায় ধন্যবাদ জানিয়েছে অনশনরত শিক্ষার্থীরা।

এবার সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা ৩০ জানুয়ারি। ওই দিন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণের দিন নির্ধারণ করায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবাদ করে আসছিল প্রথম থেকে। এরপর নির্বাচন পেছাতে হাইকোর্টে করা রিট আবেদনও খারিজ করে দেন আদালত।

এরপর নির্বাচন পেছানোর দাবিতে ঢাবির রাজু ভাস্কর্যে অনশনে নামে সাধারণ শিক্ষার্থীরা। অবশেষে শনিবার রাতে নির্বাচনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করলো নির্বাচন কমিশন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নির্বাচন,অনশন প্রত্যাহার,ঢাবি শিক্ষার্থী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close