জাককানইবি প্রতিনিধি

  ১৬ জানুয়ারি, ২০২০

উমা কাজীর মৃত্যুতে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শোক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বড় ছেলে কাজী সব্যসাচীর স্ত্রী, কবি দৌহিত্র খিলখিল কাজী ও মিষ্টি কাজীর মা উমা কাজী রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা গেছেন ।

৮০ বছর বয়সী উমা কাজীর মৃত্যুতে শোক জানিয়েছেন কবির নামে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

শোক জানিয়েছেন—বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এএইচএম মোস্তাফিজুর রহমান, ট্রেজারার প্রফেসর জালাল উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, সম্পাদক রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু নীলদলের সভাপতি সিদ্ধার্ধ দে, কর্মকর্তা পরিষদের সম্পাদক জাকিবুল হাসান, প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান, সহকারী প্রক্টর সঞ্জয় কুমার, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, সম্পাদক রাকিবুল হাসান, সাংবাদিক সমিতির সম্পাদক রাশেদুজ্জামান রনি প্রমুখ।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কবি নজরুল বিশ্ববিদ্যালয়,শোক,উমা কাজী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close