reporterঅনলাইন ডেস্ক
  ১৭ নভেম্বর, ২০১৯

পরীক্ষায় বসেছে ২৯ লাখ শিশু

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা রোববার শুরু হয়েছে। এবার প্রাথমিক শিক্ষা সমাপনীতে অংশ নিয়েছে ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ পরীক্ষার্থী। আর ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থী ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্কুলে পরীক্ষাকেন্দ্রে অভিভাবকদের ভিড় দেখা গেছে। মোট ৭ হাজার ৪৭০টি কেন্দ্রে এই দুটি পরীক্ষা হবে। এর মধ্যে বিদেশে ১২টি কেন্দ্র রয়েছে। প্রতিদিন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হবে বেলা ১টায়। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

৬টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষা চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রাথমিক শিক্ষা,শিক্ষা সমাপনী,পরীক্ষা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close