নিজস্ব প্রতিবেদক

  ১৫ নভেম্বর, ২০১৯

১৩তম গ্রেড প্রত্যাখ্যান সহকারী শিক্ষকদের

বেতন বৈষম্য নিরসনে ১৩তম গ্রেড প্রত্যাখ্যান করে ১১তম গ্রেডে বেতনের দাবিতে সংবাদ সম্মেলনে করেছে বাংলাদেশ সহকারী প্রাথমিক শিক্ষক মহাজোট। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রাইম রিপোর্টার্স মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা বলেন, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতনের দাবিতে দীর্ঘ পাঁচ বছর শিক্ষক মহাজোট আন্দোলন কর্মসূচি পালন করছে। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন উন্নীতকরণের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠায়, যা সহকারী শিক্ষকদের কাম্য নয়। অর্থ মন্ত্রণালয় চলতি বছরের ৮ সেপ্টেম্বরে ১২তম গ্রেডে উন্নীতকরণের সুযোগ নেই মর্মে প্রস্তাবটি প্রত্যাখ্যান করে ও ৭ নভেম্বর ১৩তম গ্রেডে বেতন উন্নীতকরণে সম্মতি দেয়।

বক্তারা বলেন, ১৩তম গ্রেডে সব শিক্ষকের বেতন কমে যাবে, এমনকি ১২তম গ্রেডেও সহকারী শিক্ষকদের এক টাকাও বেতন বাড়বে না। গ্রেডে বৈষম্য দূর হলেও টাকার অংকে এই বৈষম্য থেকেই যাবে। ১৩তম গ্রেডে বেতন উন্নীত করা সহকারী শিক্ষকদের সঙ্গে প্রহসন ছাড়া আর কিছুই নয়। সুতরাং বেতন বৈষম্য নিরসনে ১১তম গ্রেডের কোনো বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে ১৩তম গ্রেড প্রত্যাখ্যান করে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন উন্নীতকরণের প্রস্তাব ফের পঠানোর জোর দাবি জানানো হয়। ১১তম গ্রেডে বেতন উন্নীতকরণে ১৫ ডিসেম্বর পর্যন্ত যে সময় বেঁধে দেওয়া হয়েছে, এর মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন শিক্ষকরা।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের শাহীনুর আকতার, লিখিত বক্তব্য পাঠ করেন মো. আসাদুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন মো. আমিনুল হক, মো. এনামুল হক, মো. এখলাচুর রহমান, আবদুল ওয়াহাব শেখ, সাজ্জাদুর রহমান খোশনবীস, আবদুর রউফ শাহীন, আহম্মেদ কায়সার, মনসুর আলম টিপু, কবিরুল ইসলাম, মো. আলমেরাজ, শামসুল হক, রফিকুল ইসলাম, বিপ্লব চন্দ্র দাস প্রমুখ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রাথমিক শিক্ষক,সহকারী শিক্ষক,বেতন বৈষম্য,১৩তম গ্রেড
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close