চবি প্রতিনিধি

  ১২ নভেম্বর, ২০১৯

চবির নতুন প্রক্টর মনিরুল হাসান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এস এম মনিরুল হাসান। মঙ্গলবার উপাচার্যের নির্বাহী ক্ষমতাবলে ১ বছরের জন্য তাকে এ দায়িত্ব দেয়া হয়।

দৈনিক প্রতিদিনের সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ।

তিনি বলেন, উপাচার্যের নির্বাহী ক্ষমতাবলে আগামী এক বছরের জন্য তাকে এই নিয়োগ দেয়া হয়। আজ থেকে তিনি এই দায়িত্ব পালন করবেন।

দায়িত্ব গ্রহণকালে মনিরুল হাসান বলেন, এই দায়িত্ব আমার জন্য একটি চ্যালেঞ্জ। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা বিধানে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় সর্বদা সচেষ্ট থাকবো।

এর আগে অধ্যাপক মনির সমাজতত্ত্ব বিভাগের সভাপতি ও স্যার এ এফ রহমান হলের প্রভোস্টের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি আলাওল হলের আবাসিক শিক্ষক ছিলেন।

উল্লেখ্য, গত ১৭ জুন প্রক্টর আলী আজগর চৌধুরীর দায়িত্বকাল শেষ হওয়ায় চবির ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালন করছিলেন সহকারী প্রক্টর প্রণব মিত্র চৌধুরী।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,চবি,নতুন প্রক্টর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close