জাবি প্রতিনিধি

  ০৭ নভেম্বর, ২০১৯

জাবিতে বন্ধের মধ্যেও আন্দোলন অব্যাহত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বন্ধের মধ্যেও আন্দোলন অব্যাহত রেখেছে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলনকারীরা পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আছেন। যদিও মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে এবং হল ভ্যাকেন্ট করা হয়েছে। এছাড়া বন্ধকালীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘বাইরে অবস্থারত শিক্ষার্থীদের ওপর ক্যাম্পাসের অভ্যন্তরে সভা-সমাবেশ ও মিছিল’ আয়োজনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আন্দোলনকারী বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জাবি শাখার আহ্বায়ক শাকিল উজ্জামান বলেন, ‘আমাদের শিক্ষক-শিক্ষার্থীরা এখন পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছেন। একটু পরে বিক্ষোভ মিছিল করবো। এছাড়া সন্ধ্যায় কনসার্ট আছে। আমরা ক্যাম্পাস বন্ধের ঘোষণা এবং সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধের ঘোষণা মানি না। যেহেতু উপাচার্যকে মানি, তার সিদ্ধান্তকেও মানি না।’

এর আগে গতকাল আন্দোলনকারীরা আজ বৃহস্পতিবার প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি,আন্দোলন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close