reporterঅনলাইন ডেস্ক
  ০৫ নভেম্বর, ২০১৯

নোবিপ্রবির ১ম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে উপাচার্যের কার্যালয়ে ভর্তি কমিটির চেয়ারম্যান উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ দিদার-উল-আলম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন। এবারের গড় পাসের হার ৬১.৮৫ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মমিনুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তি হতে জানা যায়, ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টার পর হতে ওয়েবসাইটে (https://nstu.admission.online) এ পাওয়া যাবে।

এ বছর ছয় ইউনিটে পরীক্ষার্থীর পাসের হার যথাক্রমে 'এ' ইউনিটে ৭১.২৩% ; 'বি'; ইউনিটে ৭৩.৫৯% ;'সি'; ইউনিটে ৬২.৭৫% ; 'ডি' ইউনিটে ৪৯.৪৬% ; 'ই' ইউনিটে ৪৪.৮৯% এবং 'এফ' ইউনিটে ২৭.৮৫%। ছয় ইউনিটের অধীনে এবার ৩০টি বিভাগে সর্বমোট ১২৮৫ জন (কোটা ছাড়া) শিক্ষার্থী ভর্তি করা হবে।

উল্লেখ্য, এবছর মোট পরীক্ষার্থী উপস্থিতির সংখ্যা ছিলো ৫৬,৭৫৫ ও গড় উপস্থিতির হার ৮২.৫৪ শতাংশ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নোবিপ্রবি,ভর্তি পরীক্ষা,ফল প্রকাশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close