চবি প্রতিনিধি

  ১৮ অক্টোবর, ২০১৯

চবি মুক্তিযুদ্ধ মঞ্চের নেতৃত্বে শরিফ-সীমা

সভাপতি শরিফ উদ্দীন ও সাধারণ সম্পাদক শামীমা সীমা

মুক্তিযুদ্ধ মঞ্চ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি অনুমোদন পেয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র শরিফ উদ্দীনকে সভাপতি এবং পরিসংখ্যান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শামীমা সীমাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

গত ১৬ অক্টোবর (বুধবার) মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবনির্বাচিত সভাপতি বলেন, আমাদের পূর্ব পুরুষরা যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করেছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দুর্নীতি ও শোষণমুক্ত দেশ গড়তে, আমরা সেই কাজই করে যাব।

সাধারণ সম্পাদক বলেন, আমরা এ সংগঠনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মুক্তিযোদ্ধা প্রজন্মকে সংগঠিত করব। এছাড়াও সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াব।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মুক্তিযুদ্ধ মঞ্চ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,চবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close