ঢাবি প্রতিনিধি

  ১৬ অক্টোবর, ২০১৯

ঢাবিতে মরদেহ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে সেলিম হাওলাদার নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।

বুধবার সকালে কার্জন হলের ভেতর থেকে জানালার সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় শাহবাগ থানা পুলিশ।

জানা যায়, সেলিম হাওলাদার ঢাবি ক্যাম্পাসের ভেতরে চা বিক্রি করতেন। আজ সকালে মরদেহটি রসায়ন অনুষদ ভবনের নিচ তলার বাইরের গ্রিলের সঙ্গে গলায় সাদা ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, পারিবারিক অশান্তির কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, সকালে অজ্ঞাত পরিচয়ে আমরা ঢাবির কার্জন হল থেকে একটি লাশ উদ্ধার করি। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প‍্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, বিষয়টি আমি জেনেছি। সেলিম নামে লোকটি কার্জন হলে চায়ের দোকানে কাজ করতেন। সকালে তার মরদেহ কার্জন হলে পাওয়া গেছে। তার মরদেহ আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মরদেহ উদ্ধার,ঢাবি,কার্জন হল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close