তহিদুল ইসলাম, জাবি

  ১৫ অক্টোবর, ২০১৯

জাবির ক্যাফেটেরিয়ায় মিলবে রাতের খাবার

আগামী ২০ অক্টোবর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় রাতের খাবার পাওয়া যাবে। ওই দিন থেকে ক্যাফেটেরিয়ায় রাত ১০টা পর্যন্ত রাতের খাবার খেতে পারবেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদ প্রতিদিনের সংবাদকে এ তথ্য জানান।

তিনি জানান, ২০ অক্টোবর থেকে রাতের খাবারে ভাত, মাছ, মুরগির মাংস, সবজি, তেহারি, পোলাও, গরুর মাংস, খিচুরি ও ডিম খেতে পারবেন শিক্ষার্থীরা। ভাত ও মাছের মূল্য ৪০ টাকা, ভাত ও মুরগির মাংস ৪৫ টাকা, তেহারি ৬০ টাকা, খিচুরি ও ডিম ৩৫ টাকা এবং পোলাও ও গরুর মাংস ৭০ টাকা দাম রাখা হয়েছে।

গত ১৩ অক্টোবর প্রভোস্ট কমিটির সভায় অন্যান্য কয়েকটি বিষয়ের সাথে ক্যাফেটেরিয়া রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। এরপর ক্যাফেটেরিয়ার কর্মকর্তা-কর্মচারীদের সাথে আলোচনা করে ২০ অক্টোবর থেকে ক্যাফেটেরিয়ায় রাতের খাবারে ওইসব আইটেম রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে অধ্যাপক বশির আহমেদ বলেন, বটতলার খাবার হোটেলগুলোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বাসী খাবার রাখা, মূল্য বেশি রাখাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এজন্য আমরা চেষ্টা করছি শিক্ষার্থীরা যেন ক্যাফেটেরিয়ায় সুলভমূল্যে ভালো মানের খাবার খেতে পারে।

এছাড়া আবাসিক হলগুলোর ক্যান্টিন-ডাইনিংয়ের খাবারের মান উন্নত করার পদক্ষেপ নেয়া হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি,রাতের খাবার,জাবি ক্যাফেটেরিয়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close