প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১১ অক্টোবর, ২০১৯

শিক্ষার্থীদের সঙ্গে বসছেন বুয়েট ভিসি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সব ভবনে তালা দেওয়ার হুমকির পর আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বসছেন উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম।

শুক্রবার বিকেল ৫টায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকটি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান।

তিনি বলেন, শিক্ষার্থীদের কয়েক দফা দাবির মধ্যে উপাচার্য স্যারের জবাবদিহির বিষয়টি রয়েছে। শিক্ষার্থীদের সব প্রশ্নের জবাব দিতে শুক্রবার বিকেল ৫টায় তাদের সঙ্গে বৈঠক করার প্রস্তাব পাঠানো হয়েছে। বুয়েটের একজন শিক্ষকের মাধ্যমে এ প্রস্তাব শিক্ষার্থীদের কাছে পৌঁছানো হয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, বুয়েট ভিসি সাংবাদিকদের ছাড়া আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু শিক্ষার্থীরা সাংবাদিকদের ছাড়া আলোচনায় বসবেন না বলে জানিয়েছিলেন। পরে সাংবাদিকদের নিয়েই আলোচনায় বসতে রাজি হন বুয়েট উপাচার্য।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বুয়েট উপাচার্য,বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়,শিক্ষার্থীদের আন্দোলন,অধ্যাপক সাইফুল ইসলাম
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close