জাবি প্রতিনিধি

  ০৯ অক্টোবর, ২০১৯

আবরার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে ও ভারতের সাথে চুক্তির প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার হতে মিছিল নিয়ে প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেন। এতে সড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়।

সমাবেশে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখার আহ্বায়ক শাকিল-উজ্জামান বলেন, ‘সরকার দেশের সার্থকে বিসর্জন দিয়ে ভারতকে পানি, বন্দর, গ্যাস দিয়ে দেয়। আবরার যখন তাদের এই কাজের সমালোচনা করলো তখনই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হলো।

এসময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখার মুখপাত্র খান মুনতাসির আরমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে সংগঠনটির সমন্বয়ক আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন শিশির, শিক্ষার্থী ইমরান শাহরিয়ার প্রমুখ বক্তব্য রাখেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আবরার হত্যাকাণ্ড,মহাসড়ক অবরোধ,জাবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close