জাবি প্রতিনিধি

  ০৭ অক্টোবর, ২০১৯

বুয়েট ছাত্রকে পিটিয়ে হত্যার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকে ‘পিটিয়ে হত্যার’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। রোববার পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে পরিবহন চত্বর পর্যন্ত সড়কে এই বিক্ষোভ মিছিল হয়।

এর আগে দুপুরে শহীদ মিনারে শিক্ষার্থী ‘হত্যার’ প্রতিবাদে মানববন্ধন করেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের আওয়ামী, বিএনপি ও বামপন্থি কয়েকজন শিক্ষকসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীর পাশাপাশি সাধারণ শিক্ষার্থীও অংশ নেন।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্কসবাদী) সভাপতি মাহাথির মোহাম্মদ বলেন, হত্যা করার পর আবরারকে শিবির হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার একমাত্র টেন্ডারধারী হয়ে উঠেছে এখন আওয়ামী লীগ। পাকিস্তান আমলে যেমন শাসকের সমালোচনা করলে তাকে কমুনিস্ট বলা হতো ভারতের দালাল বলা হতো, আজকে বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের সমালোচনা করলে তাকে শিবির আখ্যা দেওয়া হয়।

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান বলেন, শিবির সন্দেহ হওয়ায় আবরার ফাহাদকে ছাত্রলীগের সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করেছে। আমাদের প্রশ্ন, এই অধিকার তাদের কে দিয়েছে?

নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস বলেন, যতদিন পর্যন্ত না আমরা রাষ্ট্রীয় অনাচারের বিরুদ্ধে দাঁড়াতে পারব, সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ততদিন এ ধরণের অন্যায় চলতে থাকবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আবরার ফাহাদ,পিটিয়ে হত্যা,বিক্ষোভ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close