জবি প্রতিনিধি

  ২৪ সেপ্টেম্বর, ২০১৯

জবির মেধাভিত্তিক বৃত্তির ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে এক হাজার একশত ছাব্বিশজন শিক্ষার্থীকে মেধা ও অবৈতনিক বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযাগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় উপাচাযের্র সভাপতিত্বে হওয়া বৃত্তি প্রদান-সংক্রান্ত কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরতদের আবেদনের প্রেক্ষিতে এক হাজার পাঁচশত বারোজন শিক্ষার্থীর আবেদন যাচাইয়ের পর এক হাজার একশত ছাব্বিশজন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

স্নাতক পর্যায়ে ৩০৭ জন মেধাবৃত্তি, ৭১০ জন অবৈতনিক বৃত্তি এবং স্নাতকোত্তর পর্যায়ে ৪০ জন মেধাবৃত্তি, ৬৯ জন অবৈতনিক বৃত্তি পাবেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিনা বেতনে অধ্যায়নসহ বাৎসরিক চার হাজার আটশত টাকা বৃত্তি পাবেন। এছাড়াও মেধা ও অবৈতনিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা শুধু বৃত্তিপ্রাপ্ত শিক্ষাবর্ষের জন্য বিশ্ববদ্যালয়ে বিনা বেতনে অধ্যায়নের সুযোগ পাবেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জবি,মেধাবিত্তিক,বৃত্তি,বিনা বেতনে পড়া,জগন্নাথ বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close