জাবি প্রতিনিধি

  ২৩ সেপ্টেম্বর, ২০১৯

জাবি উপাচার্যকে কালো পতাকা প্রদর্শন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান জানিয়ে চলমান ভর্তি পরীক্ষার মধ্যে টানা দ্বিতীয় দিনের মতো ‘দুর্নীতিবাজ উপাচার্যকে কালো পতাকা প্রদর্শন’ শীর্ষক কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচির মাধ্যমে চলমান ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের সকল ভবনে উপাচার্যকে আবারো ‘অবাঞ্ছিত’ ঘোষণা দেন আন্দোলনকারীরা।

কর্মসূচিতে দর্শন বিভাগের অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে অবস্থান নিয়েছেন তা সারা দেশের শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। ভর্তি পরীক্ষা চলছে বলে আমরা নমনীয়ভাবে আমাদের কর্মসূচি পালন করছি। আমাদের নমনীয়তাকে দুর্বলতা ভাববেন না। ১ অক্টোবরের মধ্যে আপনি সসম্মানে পদত্যাগ না করলে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার দায় নিয়ে আপনি পদত্যাগ করতে বাধ্য হবেন।’

এ সময় অন্যান্যদের মধ্যে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সোহেল রানা, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস, অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, অধ্যাপক কামরুল আহসান, দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক নাজমুল হাসান তালুকদার, অধ্যাপক তারেক রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া এতে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জাবি শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এদিকে আন্দোলকারীরা পরীক্ষা কেন্দ্রে অবাঞ্ছিত ঘোষণা করলেও উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম নিয়মিত কেন্দ্র পরিদর্শন করছেন। সোমবার দুপুরে উপাচার্য পদার্থবিজ্ঞান ভবনের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপাচার্যের সঙ্গে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি,জাবি উপাচার্য,কালো পতাকা প্রদর্শন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close