জাককানইবি প্রতিনিধি

  ১৯ সেপ্টেম্বর, ২০১৯

ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতের দাবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কর্মরত সাংবাদিক ফাতেমা তুজ জিনিয়াকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার ও হয়রানির ঘটনায় জড়িতদের শাস্তি, সাংবাদিক শামস জেবিনের উপর হামলাকারীদের বিচার দাবি এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাককানইবিসাস) ।

বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জাককানইবিসাসের সভাপতি বদরুল আলম বিপুল, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রনিসহ সমিতির সদস্যরা।

সাংবাদিক সমিতির সভাপতি বিপুল বলেন, আজকে এমন একটি সময়ে আমরা এখানে মানববন্ধন করছি, যখন সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনের মাত্রা চরম আকার ধারণ করছে। এই সাংবাদিক নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বশেমুরবিপ্রবি,মানববন্ধন,ক্যাম্পাসে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close