জবি প্রতিনিধি

  ১৬ সেপ্টেম্বর, ২০১৯

জবির ফুটপাতে রিকশা-দোকান নিষিদ্ধ

দ্বিতীয় গেট খোলে দিলো শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংলগ্ন ফুটপাতে পথচারীদের চলাচল নিশ্চিত করতে রিকশা গেরেজ-চা দোকান বসানো নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টর। এদিকে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের পর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটটি খোলে দিলো। এ সময় লেগুনা স্ট্যান্ডও উচ্ছেদ করেছে তারা।

রোববার রাতে জবি প্রক্টর প্রতিদিনের সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন। সাধারণ শিক্ষার্থীরা গতকাল সকাল সাড়ে ১১টায় গেটটি খোলে স্ট্যান্ডটি উচ্ছেদ করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, আমরা বেশ কয়েকদিন থেকেই ফুটপাত থেকে রিকশা-গেরেজ সড়ানো ও চা দোকান বসাতে নিষেধ করেছিলাম। ইতোমধ্যে সরিয়ে ফেলেছি। ফুটপাতে রিকশা রাখলে ও দোকান বসালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

দ্বিতীয় গেটের লেগুনা স্ট্যান্ডের বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান প্রতিদিনের সংবাদকে বলেন, লেগুনা স্ট্যান্ড পরিবেশেকে বিঘ্নিত করে। স্ট্যান্ড সরানোর জন্য পুলিশকে বলেছি, আশা করি তারাই ব্যবস্থা নেবেন। দখলমুক্ত করা, আইনশৃঙ্খলা রক্ষা করা পুলিশের কাজ তাই তাদেরকেই দেখতে হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জবি,জগন্নাথ বিশ্ববিদ্যালয়,ফুটপাত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close