চবি প্রতিনিধি

  ১৫ সেপ্টেম্বর, ২০১৯

চবিতে হাইড্রোজেন ইকোনমি নিয়ে সেমিনার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের আয়োজনে ‘Hydrogen Economy in Bangladesh’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় বিজ্ঞান অনুষদের ২য় গ্যালারিতে সেমিনারটি হয়।

বিভাগীয় সভাপতি ড. সুমন গাঙ্গুলীর সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন বিসিএসআইআর’র সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ও হাইড্রোজেন এনার্জি ল্যাবরেটরি চট্টগ্রামের প্রজেক্ট ডিরেক্টর ড. মো. আবদুস সালাম। সেমিনার উদ্বোধন করেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম। স্বাগত বক্তব্য দেন বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রফেসর ড. মো. হেলাল উদ্দীন।

প্রফেসর সফিউল বলেন, ফলিত রসায়ন বিভাগ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার আয়োজন করেছে। হাইড্রোজেন ইকোনমি বিষয়ে গবেষণা ও অবকাঠামো নির্মাণে এ ধরনের উদ্যোগ খুবই প্রশংসনীয়।

ড. আবদুস সালাম বলেন, হাইড্রোজেন ইকোনমি বর্তমান বিশ্বে একটি জনপ্রিয় বিষয়। নবায়নযোগ্য এ জ্বালানির জ্বালানি মান সাধারণ জ্বালানির চেয়ে তিনগুণ বেশি। বাংলাদেশেও নবায়নযোগ্য জ্বালানি হিসেবে হাইড্রোজেন ইকোনমি চালুর প্রক্রিয়া চলছে। এজন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে হাইড্রোজেন গবেষণাগার স্থাপন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে ভৌত অবকাঠামো নির্মাণসহ নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক গবেষণার মাধ্যমে দেশের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে।

সভাপতির বক্তব্যে ড. সুমন বলেন, হাইড্রোজেন ইকোনমি বর্তমান সময়ের একটি যুগোপযোগী পদক্ষেপ। এ বিষয়ে গবেষণায় সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে প্রয়োজনীয় সকল ক্ষেত্রে বিভাগ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এ সময় সেমিনারে বিভাগের সহযোগী অধ্যাপক দিদারুল আলম চৌধুরী, আয়েশা আফরিন, ড. সুমন বড়ুয়া এবং প্রভাষক আমিনুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন। শিক্ষক ছাড়াও বিভাগের শিক্ষার্থীরা আলোচনায় অংশ নেন। সেমিনার শেষে বিভাগের পক্ষ থেকে ড. আবদুস সালামকে ক্রেস্ট প্রদান করা হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চবি,হাইড্রোজেন ইকোনমি,সেমিনার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close