জাবি প্রতিনিধি

  ০৯ সেপ্টেম্বর, ২০১৯

জাবিতে প্রাথমিক আবেদনকারী ভর্তিচ্ছুর সংখ্যা বেড়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন আবেদনের সময়সীমা শেষ হয়েছে। গত শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদনের সময়সীমা ছিল। এই সময়ে অনলাইনে প্রাথমিক আবেদনকারীর সংখ্যা বিগত বছরের চেয়ে বেড়েছে।

অনলাইন ভর্তি কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র পরিচালক অধ্যাপক ড. এম মেসবাহউদ্দিন সরকার জানান, এ বছর নির্ধারিত সময়ে অনলাইনে প্রাথমিক আবেদন করেছে ৩ লাখ ৭৫ হাজার ৪৪৯ জন শিক্ষার্থী।

এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭১৩৫৬ জন, ‘বি’ ইউনিটে ৫২৪৬৯ জন, ‘সি’ ইউনিটে ৬৩২২৫ জন, ‘সি-১’ ইউনিটে ১০৫৮২ জন, ‘ডি’ ইউনিটে ৭৮২৭১ জন, ‘ই’ ইউনিটে ২১৮৩৪ জন, ‘এফ’ ইউনিটে ৩৬৪৩৯ জন, ‘জি’ ইউনিটে ১০১৬৯ জন, ‘এইচ’ ইউনিটে ২০৭২৭ জন এবং ‘আই’ ইউনিটে ১০৩৬৮ জন ভর্তিচ্ছু প্রাথমিক আবেদন করেছে। তবে এর মধ্যে অনলাইন আবেদনের পুরো প্রক্রিয়া সম্পন্ন করায় সর্বোচ্চ ৩ লাখ ৫৯ হাজার ৬০৮ জন শিক্ষার্থী নির্ধারিত ফি পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে।

গত বছর কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান জানিয়েছিলেন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৩ লাখ ২২ হাজার ৯৪৬ জন শিক্ষার্থী অনলাইনে প্রাথমিক আবেদন করে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি,ভর্তিচ্ছু শিক্ষার্থী,জাবিতে ভর্তি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close