জাবি প্রতিনিধি

  ২৩ আগস্ট, ২০১৯

জাবিতে গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রহল নির্মাণের জন্য কেটে ফেলা গাছে কাফনের কাপড় পরিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

শুক্রবার সকালে ছেলেদের তিনটি হলের জন্য নির্ধারিত বিশ্বকবি রবীন্দ্রনাথ হলের পাশের শান্তি নিকেতন নামক জায়গা থেকে বেশ কিছু গাছ কেটে ফেলা হয়। এর প্রতিবাদে বিকেল ৪টার দিকে কর্তন করা গাছের অংশে কাফন পরিয়ে গাছ কাটার স্থান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কসমূহ প্রদিক্ষণ করে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বাসভবনের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা বক্তব্য দেন।

এ ছাড়া শিক্ষার্থীদের এই আন্দোলনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি,গাছ কাটা,বিক্ষোভ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close