জাবি প্রতিনিধি

  ২২ আগস্ট, ২০১৯

জাবিতে ভর্তি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফরমের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও ফরম বিক্রির অর্থ সুষ্ঠু ব্যবহারের দাবিতে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট ও প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।

বৃহস্পতিবার দুপুরে সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কয়েকটি সড়ক ও ভবন ঘুরে মুরাদ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে সংহতি জানিয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শাকিলউজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিবছর ফরমের মূল্য অনৈতিকভাবে বৃদ্ধি করছে। গত ৮ বছরে বৃদ্ধি করেছে ৭২ শতাংশ।

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে দাম্ভিকতার সুরে। এভাবে অযাচিত অর্থ আদায় শিক্ষার্থীরা আর মেনে নেবে না।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি,ভর্তি পরীক্ষার ফি,ভর্তি পরীক্ষা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close