জাবি প্রতিনিধি

  ০৮ আগস্ট, ২০১৯

জাবি উপাচার্যের বঙ্গমাতা সম্মাননা পদক লাভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম শিক্ষায় বিশেষ অবদানের জন্য ‘বঙ্গমাতা সম্মাননা পদক ২০১৯’ অর্জন করেছেন।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গমাতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে উপাচার্যকে এ পদক প্রদান করা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পদক গ্রহণকালে উপাচার্য বলেন, নবীন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবনাদর্শ আলোচনায় বঙ্গমাতার জীবনাচারও আলোচনার অবিচ্ছেদ্য অংশ হিসেবে উদ্ভাসিত হয়ে উঠে। খোকা থেকে মুজিব, মুজিব থেকে মুজিব ভাই, মুজিব ভাই থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়ে উঠার পেছনে যার অবদান অনস্বীকার্য, তিনি হচ্ছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফীন সিদ্দিকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বঙ্গমাতা সম্মাননা পদক,বঙ্গমাতা,জাবি উপাচার্য
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close