জাবি প্রতিনিধি

  ০৭ আগস্ট, ২০১৯

জাবিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, আমরা লক্ষ লক্ষ শিক্ষার্থীর সুবিধার্থে বিগত ৪ বছর যাবৎ অনলাইনে রেজিস্ট্রেশন করার ব্যবস্থা করে আসছি। এতে শিক্ষার্থীরা সহজে ও দ্রুত আবেদন করতে পারে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ৭ সেপ্টেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি,ভর্তি পরীক্ষার আবেদন,অনলাইনে ভর্তি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close